বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০১:২৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ১০:৪১:৩৫ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

চতুর্থ ধাপের ৫৬টি পৌরসভার মধ্যে ৫২টিতে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে। বিএনপি চতুর্থ ধাপের ৫৬টি পৌরসভার মধ্যে ৫২টিতে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি চারটি পৌরসভায় এখন পর্যন্ত প্রার্থী দেয়নি দলটি।

আজ শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা একটি প্রার্থী তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে।

দলীয় প্রার্থীদের প্রত্যায়নপত্র ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে নিতে অনুরোধ জানানো হয়েছে। কোন বিভাগের প্রার্থী তখন প্রত্যায়নপত্র নেবেন, তাও জানানো হয়েছে।

বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাল ১৬ জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রাম, সিলেট, রংপুর; দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং বেলা ২টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পৌরসভা নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা প্রত্যায়নপত্র নিতে পারবেন।






আরো খবর