শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৬:১০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১২ মার্চ ২০১৮ ০৮:২৮:৩০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

আ.লীগের সমাবেশে না যাওয়ায় ১০ শিক্ষার্থীকে হল ছাড়া করলো ছাত্রলীগ

ঢাকা : ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ১০ জন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাতের অনুসারী কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

শহীদুল্লাহ হলের গেট ও ছাত্রলীগের অভিযুক্তরা হলেন- হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক জুবায়ের কবির তুষার, সহ-সম্পাদক জাওহারুল ইসলাম মুয়ীদ, সহ-সম্পাদক রাকিব হাসান কাব্য, সদস্য সি এম কামরুল। গত শুক্রবার রাতে হলের রুম থেকে ওই দশ শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়।

বের করে দেওয়া শিক্ষার্থীরা হলেন- পুষ্টি বিজ্ঞানের এলাহী খান খবির ও ইমরান হোসেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের মিনহাজ কবির, রসায়ন বিভাগের ইসমুম চৌধুরী, সাকলাইন মোস্তাক, নাফিস ইবতিদা সামি, এনায়েত হোসেন, গণিত বিভাগের তারিফ, মো. রাসেল মিয়া ও মো. নাজমুল ইসলাম। এরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ‘৭ মার্চের আগের রাতে আমাদের ক্লাসে যেতে নিষেধ করা হয়। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ক্লাস থাকার কারণে প্রোগ্রামে উপস্থিত হতে পারিনি। এরপর ৯ মার্চ (শুক্রবার) রাতে আমাদের গেস্ট রুমে ডেকে হল থেকে চলে যেতে বলা হয়। আমরা এখন হলের বাইরে থেকে ক্লাস করছি।’

অভিযুক্ত ছাত্রলীগ নেতা জুবায়ের কবির তুষারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় জানতে পেরে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পরে ফোন বন্ধ করে রাখেন। অন্যদের সঙ্গে এ নিয়ে কথা বলা সম্ভব হয়নি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত বলেন, ‘শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার বিষয়টি আমি জানি না। তবে বিষয়টি আমি দেখছি।’ এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘তাদের কেন হল থেকে বের করে দিছে, তা আমি খোঁজ নিচ্ছি। যদি কেউ এ বিষয়ের সঙ্গে যুক্ত থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি বলেন, ‘আমি হলের প্রাধ্যক্ষকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেবো।’






আরো খবর