বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০২:৩০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ০৮:৫২:৩৬ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন

অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০০টি ঘর ও দোকানপাট আগুনে পুড়ে গেছে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

গণমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০০টি ঘর ও দোকানপাট আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের কান্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুল আলম জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি বলেন, “এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।”

ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তাদের সন্দেহ, অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে, একই বস্তিতে অগ্নিকাণ্ডে ১০০টিরও বেশি ঘর ও দোকানপাট পুড়ে যায়। 

১৫ ই মে, ২০১৫ এই বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২টি ঘর পুড়ে গিয়েছিল। সে সময় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। 

এছাড়াও, ২০১২ সালের অক্টোবর মাসে আগুনে বস্তিটির শতাধিক ঘর পুড়ে গিয়েছিল।






আরো খবর