বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল, ১৪৪৫ | ১১:০৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ ০৩:০৫:২৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ১৫ হাজার, মৃত্যু সাড়ে ৫ হাজার

আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। ২৪ ঘণ্টায় দু’লাখ ১৫ হাজারের মতো রোগী শনাক্তে, মোট আক্রান্ত ১ কোটি ২২ লাখ মানুষ। এদিন আরও সাড়ে ৫ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে সাড়ে ৫ লাখ ছাড়াল মৃত্যু। বুধবার রেকর্ড ৬১ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত সাড়ে ৩১ লাখের বেশি মানুষ। প্রায় ৯শ’ মৃত্যুর পর, দেশটিতে প্রাণহানি ১ লাখ ৩৫ হাজার ছুঁইছুঁই। তবে দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রায় ১২শ’ মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে ৬৮ হাজার। আক্রান্ত ১৭ লাখের বেশি। ২৪ ঘণ্টায় ৯শ’ মৃত্যু রেকর্ড হয়েছে মেক্সিকোতে। প্রাণহানি ৩২ হাজারের বেশি। এদিকে ভারতে প্রায় ৫শ’ জন মারা গেছেন এদিন। দেশটিতে মৃতের সংখ্যা ২১ হাজারের বেশি। রেকর্ড ২৬ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত পৌনে ৮ লাখ মানুষ।





আরো খবর