বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০৯:৪১ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১১ আগস্ট ২০১৯ ০৯:৪৩:৩৪ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ঘুড়ি ওড়াতে গিয়ে ভবন থেকে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিলেটে ঘুড়ি ওড়াতে গিয়ে ভবন থেকে পড়ে মারা গেছেন এক নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা। তার নাম জুবায়ের আহমদ ও তিনি নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) বলে জানা গেছে। এর আগে বিয়ানীবাজার থানা পুলিশের ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। রোববার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরের চারাদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, এসি জুবায়ের নগর গোয়েন্দা সংস্থার সহকারী কমিশনারের দায়িত্বে কর্মরত ছিলেন। আজ (রোববার) নগরের চারাদিঘীর পাড় এলাকায় একটি বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে দ্রুত নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জুবায়ের ওই বাসাতেই ভাড়া থাকতেন। এসি জুবায়ের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। স্ত্রীসহ তার তিন ছেলে রয়েছে।





আরো খবর