বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০২:১৭ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৫ জুন ২০১৯ ০৮:০০:১১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

টেকনাফে ইয়াবা কিনতে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে ইয়াবা কিনতে এসে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাসেল মাহমুদ (৩৬) নামে নারায়ণগঞ্জেরএক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার ভোরে হোয়াইক্যংয়ের দৈংগাকাটা পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত রাসেল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষণ ঘোনা এলাকার ফয়েজ আহমদের ছেলে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, হোয়াইক্যংয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হামজার বাড়িতে কিছু ব্যবসায়ী ইয়াবা কিনতে এসেছেন- এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসির দাবি, নিহত রাসেল ইয়াবা কেনার জন্য টেকনাফে এসেছিলেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।





আরো খবর