মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল, ১৪৪৫ | ১১:৪২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ০২:২৩:০৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

সাব্বাস বন্ধু, মোদিকে নেতানিয়াহু

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান। নেতানিয়াহু টুইটে মোদিকে উদ্দেশ্য করে বলেন, সাবাশ বন্ধু! নির্বাচনের এ ফলের মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তোমার নেতৃত্বে আরও শক্তিশালী হলো। ভারত ও ইসরায়েলের মধ্যকার মহান বন্ধুত্বকে আরও মজবুত করে তুলতে আমরা একযোগে কাজ করে যাবো। সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে ফল। লোকসভার ৫৪৫টি আসনের মধ্যে এবার ৫৪২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ফলাফলে এগিয়ে রয়েছে মোদির নেতৃত্বাধীন জোট। ২০১৪ সালের নির্বাচনের চেয়ে এবার বিপুল ভোটে মোদি এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।





আরো খবর