শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০৭:৩৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২০ মে ২০১৯ ০৩:০৩:১৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ!

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী লাবনি নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা হাফিন আকন (৩০) ও মা সনিয়া আক্তার (২৪) আহত হয়েছে। এ দুর্ঘটনায় স্থানীয় বিক্ষুদ্ধরা প্রায় এক ঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি ট্রাক সড়কের আইলের ওপর উঠে যায়। এ সময় রাস্তার পাশে থাকা একটি ভ্যান গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই লাবনি (৩) নামের শিশুটির মাথার মস্তক বেরিয়ে যায়। স্থানীয়রা শিশু তার বাবা- মা কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং শিশুর বাবা হাফিন আকন ও মা সনিয়া আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সদর মডেল থানার ওসি (তদন্ত ) মো. সিরাজুল হক জানিয়েছেন, নিহত লাবনি ও তার পরিবারের সদস্যরা মস্তফাপুরে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসছিলেন। সেখান থেকে মিষ্টি কিনে নানাবাড়ী রাজৈর উপজেলার নয়াকান্দি বাজিতপুরে যাচ্ছিলেন। নিহত লাবনির বাড়ি রাজৈর উপজেলার রাজৈর গ্রামে।





আরো খবর