শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ১২:৫৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ০৬ এপ্রিল ২০১৯ ০২:৩১:৪৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সড়কে মৃত্যুর মিছিলে আরো তিন শিক্ষার্থী

সড়কে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো তিন শিক্ষার্থী। গতকাল ডেমরা ও খিলগাঁওয়ে পৃথক দু’টি দুর্ঘটনায় তারা প্রাণ হারান। নিহতরা হচ্ছে- ইবনে তাহছিম ইরাম (১৮), আব্দুল্লাহ আল নোমান (১৭) ও তার বন্ধু তাজউদ্দিন হোসেন তুহিন (২০)। দুর্ঘটনায় আবার উত্তাল হয়ে উঠে ডেমরা, রামপুরা, স্টাফ কোয়ার্টার এলাকা। শিক্ষার্থীরা এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দিনভর এই বিক্ষোভে সৃষ্টি হয় তীব্র যানজটের। ডেমরায় রমজান পরিবহনের বাসের চাপায় ইবনে তাহছিম ইরাম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হন। বেলা সাড়ে ১২টার দিকে ডেমরা-রামপুরা সড়কের মোস্তমাঝির মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে তার সহপাঠীরা ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের কারণে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইরাম দুপুরের দিকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোস্তমাঝি মোড়ে পৌঁছানোর পর স্টাফ কোয়ার্টার থেকে ছেড়ে আসা রমজান পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৩৬৮৭) বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় বাসের চাপায় ইরামের মাথা থেঁতলে যায়। ইরামকে চাপা দিয়ে বাসের চালক ও তার সহকারী পালানোর চেষ্টা করে। পরে রামপুরা ট্রাফিক পুলিশের সদস্যরা ওই বাসসহ তার চালক শামীম ও চালকের সহকারী মুন্নাকে আটক করে। এদিকে, বাস চাপায় ইরাম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও তার সহপাঠিরা সড়কে নেমে বিক্ষোভ করে। তারা ডেমরার আমুলিয়া, স্টাফ কোয়ার্টার ও সুলতানা কামাল সেতু এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে ও সড়ক অবরোধ করে রাখেন। এতে ডেমরা, রামপুরা, যাত্রাবাড়িসহ আশে পাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সরজমিন দেখা গেছে, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রামপুরা সড়কের আমুলিয়ায় গাছ, বাঁশ ও ইট দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। স্টাফ কোয়ার্টার এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। এছাড়া এলাকার মীরাপাড়ার একটি গ্যারেজে রাখা অন্তত ৩৫টি গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা। ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম বলেন, ইরাম নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। প্রথম দিকে তারা উত্তেজিত হয়ে যানবাহন ভাংচুর করে। পরে পুলিশের উপস্থিতিতে তারা শান্তিপূর্ণ অবরোধ করে। নিহত ইরাম ডেমরার আমুলিয়া পূর্ব পাড়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজে বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন তিনি। এদিকে,খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে নোমান ও তুহিন নামে দুই শিক্ষার্থী নিহত হন। বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই মাধ্যমিকের শিক্ষার্থী। সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন জানান, বেলা ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা। আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় তারা দু’জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মোটর সাইকেলটি চালাচ্ছিলো নোমান। পেছনে বসা ছিলো তুহিন। নিহত নোমান ঢাকা স্টার্ন স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর ছাত্র। সে সবুজবাগের ৩৮০ ওহাব কলোনীর বাসিন্দা মোহাম্মদ শেখ আহমেদ মজিদের পুত্র। তার সঙ্গে নিহত তুহিন পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণীর ছাত্র। সে একই এলাকার ৪০১ ওহাব কলোনীর বাসিন্দা তোফাজ্জল হোসেনের পুত্র। ওদিকে সারাদেশে পৃথক আরও সড়ক দুর্ঘটনায় গতকাল নিহত হয়েছে ৭ জন। আশুলিয়ায় লরিচাপায় নিহত ১ স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, সাভারের আশুলিয়ায় কনটেইনারবাহী লরিচাপায় মো. মামুন খান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক লরিটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। গতকাল দুপুরে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন খানের বাড়ি বরিশাল জেলায়। সে আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১১টার দিকে দর্জি দোকানের কর্মচারী মামুন খান জিরাবো বাসস্ট্যান্ড এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কনটেইনারবাহী লরি তাকে চাপা দেয়। এ ঘটনায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জে বাসচাপায় লেগুনা চালক নিহত স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে: রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে হেলাল উদ্দিন (৪০) নামের এক লেগুনা চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার ভুলতা গাউছিয়া কাঁচাবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গাড়িটি জব্দ ও ঘাতক চালককে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে লেগুনা চালক ও আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার সাদেক আলীর ছেলে হেলাল উদ্দিন ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে লেগুনায় যাত্রী উঠার জন্য ডাকাডাকি করছিলেন। এ সময় যাত্রীবাহী প্রভাতি পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি ছিটকে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গাড়ি জব্দ ও ঘাতক চালককে পুলিশ আটক করেছে বলে জানান হাইওয়ে পুলিশের এসআই আনিছ আহমেদ। মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ভাঙ্গাবটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। গতকাল বিকেলে পাখি ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, পৌরসভার নওপাড়া মহল্লার ওবাইদুল্লাহ মল্লিক ছেলে কারিবুল ইসলাম (৪২) ও খন্দকবাড়ীয়া মহল্লার মৃত লাল মহাম্মদের ছেলে মুন্নাফ (৪৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ভাঙ্গাবটতলা নামক স্থানে বিকালে সাড়ে টার দিকে মেহেরপুর গামী ট্রাকের সাথে পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পাখি ভ্যানের চালক মুন্নাফ ও ভ্যানে বসা থাকা কারিবুল ইসলাম ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন। মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে জানান, মানিকগঞ্জের শিবালয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন যাত্রী। গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, শুক্রবার বিকালে পাটুরিয়াগামী রাবেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যান। এই দংর্ঘটনায় ১৫ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৬টায় বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার চান্দিনায় মিনি কাভার্ড-ভ্যানের ধাক্কায় আব্দুল আলিম (২৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই পথচারীসহ তিন জন আহত হয়েছেন। গতকাল সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজার সংলগ্ন ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের আবুল হাসেম মিয়ার ছেলে। আহতরা হলেন- চান্দিনা উপজেলার সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবীদ্বার উপজেলার আব্দুল কাদেরের ছেলে মো. আবু হানিফ। বরিশাল জেলার নাজিরপুর থানার ইন্দ্রেরহাট গ্রামের মৃত জামাল খানের ছেলে মিনি কাভার্ড-ভ্যানের ড্রাইভার মো. শাহিন। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুঘর্টনাকবলিত কাভার্ড-ভ্যানটি উদ্ধার করা হয়েছে।





আরো খবর