শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ১২:১৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২৫ মার্চ ২০১৯ ০৫:৪০:০৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

কুষ্টিয়ায় নৌকার জয়জয়কার

তৃতীয় ধাপে কুষ্টিয়ার ছয়টি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে। সব উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ টোকেন চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৯৭৭ ভোট। ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের আক্তারুজ্জামান মিঠু। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ সমর্থিত প্রার্থী আব্দুল আলিম স্বপন মশাল মার্কায় পেয়েছেন ৩৫ হাজার ৫৯ ভোট। মিরপুর উপজেলার চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের কামারুল আরেফিন। তিনি পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৪৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন আনারস মার্কায় পেয়েছেন ২৮ হাজার ৯৪৯ ভোট। সদর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান আতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কুমারখালীতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুল মান্নান (নৌকা)। তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন আনারস মার্কায় পেয়েছেন ৩০ হাজার ৪১১ ভোট। খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সদর উদ্দিন খান (নৌকা)। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আল মাসুম মুর্শেদ শান্ত পেয়েছেন ২৮ হাজার ৭১৭ ভোট।





আরো খবর