শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ১০:৩৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২৫ মার্চ ২০১৯ ০৪:১৫:৪৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

রাজধানীতে ছয়তলা ভবন হেলে পড়েছে

রাজধানীর ক্যান্টনমেন্টের বালুরঘাট এলাকায় খবির মার্কেটের পেছনে একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে। রোববার রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনের সব বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান উদ্ধার অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। কুর্মিটোলা ফায়ার স্টেশনের ডিএডি নিয়াজ আহমেদ জানান, প্রতীক্ষা নামের ওই ভবনটি উত্তর দিকের আরেকটি আটতলা ভবনের দিকে হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লোকজনকে হ্যান্ডমাইক দিয়ে নেমে আসার অনুরোধ জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়তলা ওই আবাসিক ভবনটি বোরবার বিকাল থেকেই হেলে পড়ে। পরে খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে। সোমবার সকালে বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।





আরো খবর