শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ১০:১৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ ১২:৫৬:৫১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

আজ থেকে চেকিং সিস্টেম, কন্টাক্ট সিস্টেম বাতিল: মেয়র আতিকুল

রাজধানীতে বাসের চেকিং সিস্টেম, কন্টাক্ট সিস্টেম বাতিলের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। একই সঙ্গে সিটিং সার্ভিস যত দ্রুত সম্ভব কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এরই প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে দুপুরে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলন শিক্ষার্থীদের দাবির মুখে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দেন। মেয়র আতিকুল বলেন, আজকে থেকে চেকিং সিস্টেম, কন্টাক্ট সিস্টেম বাতিল এবং সিটিং সার্ভিস যত দ্রুত সম্ভব কার্যকর করার নির্দেশ দিচ্ছি। নির্দিষ্ট স্থানে বাস থামবে, ঢাকা উত্তরের প্রত্যেকটি স্টপেজ আমরা মার্ক করে দেব। ডিএনসিসি ও ডিএমপিকে আজ থেকেই এই মার্কিং এর নির্দেশনা দিয়ে দিচ্ছি, অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি বাসে চালকের ছবিসহ বায়োডাটাসহ লাইসেন্স ঝুলিয়ে রাখতে হবে। আমি নির্দেশ দিয়ে দিচ্ছি অনতিবিলম্বে এটি কার্যকর করতে হবে। এ সময় রাজধানীতে ঘাতক সুপ্রভাত বাস বন্ধের ঘোষণা এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবরারের নামে দুর্ঘটনাস্থলে জায়গায় ফুটওভার ব্রিজের প্রতিশ্রুতি দেন মেয়র আতিকুল ইসলাম। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান বিইউপির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরার। নিয়ম মেনেই আরবার পথচারী পারাপারের জন্য নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার ছিলেন আবরার। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস সেই সড়কেই প্রাণ গেল তার। এদিকে, আরবারের মৃত্যুর পর রাজধানীর প্রগতি সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সময় সেখানে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তাদের বেশ কিছু দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।





আরো খবর