বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০২:১৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ ০১:২০:০৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় আলোচনার তেমন কোনো অগ্রগতি নেই বলেও জানিয়েছেন তিনি। এদিকে, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্ট জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে সর্বোচ্চ চাপ দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা এসব কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্ট বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের শাহরিয়ার আলম বলেন, যুক্তরাজ্য সরকারের মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নতুন করে বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতা দিকে এগোচ্ছে বাংলাদেশ। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার তেমন কোনো অগ্রগতি নেই। পেনি মরড্যান্ট বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে সর্বোচ্চ চাপ দেবে যুক্তরাজ্য সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা যায়, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে যুক্তরাজ্য সরকার প্রতি বছর বিপুল পরিমাণ সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের উন্নয়নে সহায়তা ও রোহিঙ্গা পরিস্থিতি দেখতে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা সফরে এসেছেন।





আরো খবর