বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৮:৩৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯ ০২:৩২:২৬ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

আরও ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাতে চায় ভারত

ভারত থেকে মিয়ানমারে পাঠানোর ভয়ে থাকা ৩১ জন রোহিঙ্গা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে এদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০২৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সীমান্তরেখায় অবস্থান করছে। তিনি আরও বলেন, আমরা মনে করি তারা ভারতীয় নাগরিক। পতাকা বৈঠকের পর তাদের সম্পর্কে জানা যাবে। মেজর মো. শফিক বলেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এদের যেন বিএসএফ বাংলাদেশে প্রবেশ না পারে সে জন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে তিনি জানান। কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর বলেন, শুক্রবার রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপার থেকে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ৩১ জন রোহিঙ্গার মধ্যে ছয় জন নারী, আটজন পুরুষ এবং ১৭ জন শিশু রয়েছে। তারা দুই দেশের শূন্যরেখায় খোলা জায়গায় অবস্থান করছে।





আরো খবর