শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০১:৩৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ ০৭:২২:৩২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

২০১৮ সালে ক্রিকেট-ফুটবল নিয়েই মেতেছিল বাংলাদেশিরা

প্রতিবার বাংলাদেশ থেকে গুগলে বেশি খোঁজা এসএসসি ও এইচএসসির ফল। তবে এবার বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশিবার 'ক্রিকবাজ' লিখে গুগলে সার্চ দিয়েছে। এরপরেই 'ওয়ার্ল্ড কাপ। ' শীর্ষে থাকা এসএসসি ও এইচএসসির ফল এবার তৃতীয় ও চতুর্থ নম্বরে চলে গেছে। বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘মুভিজ’—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছে গুগল। সার্চেস তালিকায় এই ফল দিয়েছে জায়ান্ট সার্চিং ইঞ্জিন গুগল। এবার 'পিপল' তালিকায় বড় পরিবর্তন এসেছে। ২০১৭ সালের ট্রেন্ডিংয়ে মাশরাফি বিন মর্তুজা থাকলেও এবার কোনো ক্রিকেটারের নাম আসেনি। সার্চেস ক্যাটাগরিতে ক্রিকেটকে খুঁজলেও কোনো খেলোয়াড়কে খোঁজেনি। তবে ৮ নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচ। আর ১০ নম্বরে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ স্থান পেয়েছে। তবে ভারতের চেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে এতো আগ্রহ কেন, সেটা নিয়ে এখনো বোঝা যাচ্ছে না। ৫ নম্বরে 'লাইভ ফুটবল' স্থান পেয়েছে। বিশ্বকাপ চলাকালীন ইন্টারনেটে খেলা দেখার জন্য অনেকেই মরিয়া হয়ে উঠেছিলেন। সার্চ করছিলেন লাইভ স্ট্রিমিং দেখার জন্য। যার কারণে লাইভ ফুটবল স্থান পেয়েছে তালিকায়। ৬ নম্বরে ফের ক্রিকেট। ত০বে বাংলাদেশি ক্রিকেট নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ৭ নম্বরে এশিয়া কাপ সংক্রান্ত তথ্যের জন্য বেশি খোঁজা হয়েছে। ৯ নম্বরে xxxx Brewery Brisbane স্থান পেয়েছে। এদিকে পিপল ক্যাটাগরিতে বাংলাদেশের দুইজন স্থান পেয়েছেন ৯ নম্বরে খালেদা জিয়া ও ১০ নম্বরে হিরো আলম।





আরো খবর