শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ১১:৪৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ০৯ ডিসেম্বর ২০১৮ ১০:১২:০৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আপিলের রায়ের কপি না পেয়ে ইসিতে প্রার্থীদের বিক্ষোভ

সিলেট-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন ইসমাঈল আলী। কিন্ত দলীয় মনোয়নন না পাওয়ায় আপিল শুনানিতে মনোনয়ন বাতিল হয় এই প্রার্থীর। এখন তিনি লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে, আপিল বাতিল হওয়া রায়ের কপি না পাওয়ায়, এখন অনেকটা অনিশ্চিত হয়ে গেছে তার উচ্চ আদালতে যাওয়ার প্রক্রিয়া। শুধু তিনি নন, তার মতো অনেকেই একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন ভবনের অভ্যর্থনা ডেস্কের সামনে আজ সকাল থেকেই আপিলের রায়ের কপি নিতে আসা প্রার্থীরা ভিড় করছেন। অনেকে দুই দিন অপেক্ষা করেও পাননি কাঙ্খিত রায়ের কপি। ফলে এসব প্রার্থী সমর্থকদের মধ্যে ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। অভ্যর্থনায় থাকা নির্বাচন কমিশনের কর্মীদের সঙ্গেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছেন কেউ কেউ। কর্মকর্তারা বলছেন, প্রথম ও দ্বিতীয় দিনে শুনানি হওয়া প্রায় ১৯ জনের রায়ের কপি এখনো ইসিতে রয়ে গেছে। এছাড়া আরও চারজনের রায়ের কপি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা। আপিল শুনানির দ্বিতীয় দিন নারায়ণগঞ্জ-৩ আসনের মো. মোশারফ হোসেনের আপিল আবেদন নামঞ্জুর করে কমিশন। এরপর রায়ের কপি নিতে ৮ই ডিসেম্বর (শনিবার) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচন ভবনে অপেক্ষা করেন তার সমর্থক রফিকুল হায়দার। দীর্ঘ সময় অপেক্ষার পরও রায়ের কপি না পেয়ে ফিরে যান তিনি। আজ সকালে তিনি আবার কমিশনে এসেছেন। তবে, প্রতিবেদন লেখা পর্যন্তকমিশন তার রায়ের কপি দিতে পারেনি। এদিকে শেষদিন অর্থ্যাৎ শনিবারের আপিল শুনানিতে বাতিল হওয়া কারো রায়ের কপিই এখন পর্যন্ত দিতে পারেনি ইসি। রায়ের কপি না পেলে আদালতে রিট করতে পারবেন না, মনোনয়ন বাতিল হওয়া এসব প্রার্থীরা। সকাল থেকে ইসিতে ভিড় করেছে মনোনয়ন বাতিল হওয়া এসব প্রার্থীরা। কমিশনের কর্মকর্তারা জানান, ৯ ডিসেম্বর দুপুর পর্যন্ত মাত্র একজনকে রায়ের কপি দিতে পেরেছেন তারা। আর আপিল আবেদন বৈধ হওয়া প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে গেছে। তবে, উচ্চ আদালতে রিট করতে গেলে, প্রয়োজন রায়ের সার্টিফায়েড কপি। সময়মত এই কপি না পাওয়ায় মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা বিপাকে রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল প্রতীক বরাদ্দ। এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়বেন প্রার্থীরা।





আরো খবর