শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৮:৩৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ ১০:২৮:৪৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সব জরিপে আ’লীগ এগিয়ে: ওবায়দুল কাদের

সব জরিপে আওয়ামী লীগ অনেক ব্যবধানে এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে সব সমীক্ষায় ও জরিপে আমাদের নেত্রী শেখ হাসিনা জনপ্রিয়তার অভ্রভেদী তুঙ্গে অবস্থান করছেন। বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী দু-তিন দিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত এবং এক সপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। বিশৃঙ্খলা এড়াতে সব প্রার্থীর কাছ থেকে মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যাহারপত্রও জমা নেয়া হবে বলে জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা যাদের মনোনয়নপত্র দেবো, উইথ ড্র লেটার নিয়ে নেব। তাদের সিট তারা প্রত্যাহার করবে না। শরিকদের যে সিটগুলো আমরা দেবো, তখন ওই সিটগুলোতে আমরাই উইথ ড্র করে নিতে পারব। ওবায়দুল কাদের আরও বলেন, যারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনের জন্য আঁতাত করতে পারে, তারা ছদ্মবেশী গণতন্ত্রী, তারা ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। পল্টনের সহিংসতাকারীরা বিনা শাস্তিতে পার পাবে না বলেও জানান তিনি।





আরো খবর