মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল, ১৪৪৫ | ০৬:৩৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১২ নভেম্বর ২০১৮ ০৬:২৩:৫৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা: ফখরুল

পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত বিএনপি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য মোটেও কোনো পরিবেশ নেই। নির্বাচনে অংশগ্রহণ আমাদের আন্দোলনের অংশ। এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি অনতিবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না করে, তবে আমরা অবশ্যই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। এ সময় তিনি ঠাকুরগাঁ-১ সংসদীয় আসন থেকে নির্বাচন করতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। প্রসঙ্গত, আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। প্রথমে সকাল ১০টা ৪৮ মিনিটে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বগুড়া-৬ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির দফতরসূত্রে জানা গেছে, ৫ হাজার টাকায় মনোনয়ন ফরম পাওয়া যাবে দলীয কার্যালয় থেকে। ফরম জমা দেয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে।





আরো খবর