শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০১:২৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১২ নভেম্বর ২০১৮ ০৫:০৬:০১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত নয়াপল্টন

দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পরপরই আজ থেকে ৩০০ আসনে মনোনয়ন বিক্রি শুরু করছে বিএনপি। দীর্ঘ ১০ বছর ক্ষমতার বাহিরে থাকা দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করতে দলে দলে মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছে নেতাকর্মীরা। সোমবার সকাল থেকেই সারাদেশ থেকে আশা মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মী এবং তাদের কর্মী সমর্থকদের ভিড় লক্ষ করা যায়। সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম বিক্রির কাজ শুরু হবে বলে গতকাল দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঘোষণা দেন। জানা গেছে, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফরম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কেনার মধ্য দিয়ে প্রাথমিকভাবে শুরু হবে। আজ সোমবার সকাল থেকেই সারাদেশের মনোনয়ন প্রত্যাশীরা ভীড় জমাতে থাকেন নয়াপল্টনের কার্যালয়ের সামনে। ঢোল তবলার আর বাদ্যযন্ত্রের তালে তালে দেখা যায় নেতাকর্মীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর নয়াপল্টন।





আরো খবর