মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল, ১৪৪৫ | ০৪:৩৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৫ জুন ২০১৯ ০৩:১৭:৩৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

স্টার স্পোর্টসের বিতর্কিত বিজ্ঞাপনে চটলেন পিসিবি প্রধান

বাইশ গজের ক্রিজে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। খেলার মাঠেই শুধু থেমে থাকে না সেই উত্তাপ, ছড়িয়ে পড়ে সর্বত্র। ইংল্যান্ড বিশ্বকাপেও এর ব্যতিক্রম ঘটেনি। এবারের বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার ভারতীয় প্রতিষ্ঠান স্টার স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্বকাপ উপলক্ষে বানানো বিজ্ঞাপনগুলোতে স্বদেশী দর্শকদের তুষ্ট করার চেষ্টাই করেছেন তারা। তবে পাকিস্তানের বিপক্ষে ভাতের ম্যাচ নিয়ে বানানো বিজ্ঞাপন প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাদের। ওই বিজ্ঞাপনে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও অপমান করা হয়। এদিকে, বিতর্কিত এমন বিজ্ঞাপনের কারণে স্টার স্পোর্টসকে একহাত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট এহসান মানি। তার মতে, অফিসিয়াল ব্রডকাস্টার হয়ে স্টার স্পোর্টসের ভারত প্রীতি কিংবা অন্য দেশকে ছোট করে বিজ্ঞাপন তৈরি করা উচিৎ হয়নি। মানি বলেন, ‘আমার মনে হয় আইসিসির এ ব্যাপারে দৃষ্টিপাত করা উচিত। তারা, অফিশিয়াল ব্রডকাস্টার, শুধুমাত্র ভারতের ব্রডকাস্টার নয়। তাদের অবশ্যই সব দলের ক্ষেত্রে নিরপেক্ষ থাকা উচিত। বিজ্ঞাপন খেলার কোনো অংশ নয়। ’ এদিকে, স্টার স্পোর্টসের বিতর্কিত বিজ্ঞাপনের পর অবশ্য পাকিস্তান ভক্তরা কম যাননি। তারাও বিভিন্নভাবে ট্রল বানিয়েছে। উল্লেখ্য, ১৬ জুন বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।





আরো খবর