বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৫ | ১২:২৭ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ০৯ ডিসেম্বর ২০১৮ ০৫:২৪:৫৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

এবারের বিশ্বকাপে ‘অভিজ্ঞ’ বাংলাদেশ

চন্দিকা হাথুরুসিংহের অধীনে নজর কাড়া পারফরম্যান্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার কোচিংয়ে ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে ওঠা বাংলাদেশ, সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। টাইগারদের সাবেক এই কোচ এখন সামলাচ্ছেন নিজ দেশ শ্রীলংকার ক্রিকেট দলকে। হাথুরুসিংহে চলে যাওয়ার পর কোনোএক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘হাথুরুকে নিয়োগ দেয়ার সময় সে আমাকে বলেছিল-আমি যদি বাংলাদেশকে বিশ্বকাপের সেমিফাইনালে খেলাতে পারি তাহলে তোমরা আমাকে কি দিবে? তার এমন সাহসিকতায় আমি রীতিমতো অবাক হয়ে যাই। আমি তখন মনে মনে ভাবি- যে দলটা আদৌ বিশ্বকাপে খেলতে পারবেকিনা তা নিয়েই রয়েছে সংশয়। অথচ সেই দলকেই সেমিফাইনালে খেলানোর স্বপ্ন দেখছে কোচ। সে যা বলেছে, তা তো সে বাস্তবে প্রমাণও করেছে। ভারতের বিপক্ষে ওই ম্যাচে যদি বাজে আম্পায়ারিং না হতো তাহলে আমরাই জিতে সেমিফাইনালেযেতাম।’ যে দলটি সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল, সেই দলের তুলনায় এবারের বিশ্বকাপে বাংলাদেশ আরও অভিজ্ঞ বলছেন মাশরাফি বিন মুর্তজা। রোববার মিরপুরে উইন্ডিজের বিপক্ষে খেলা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘এবারের দলটা অনেক বেশি অভিজ্ঞ। আমরা যাদের তরুণ খেলোয়াড় বলছি, তারা তিন থেকে চার বছর খেলছে। সৌম্য প্রায় চার বছর খেলছে, ইমরুল লম্বা সময় ধরে খেলেছে। লিটনও দুই-তিন বছর ধরে খেলেছে। এদের অভিজ্ঞতা অনেক বেশি।’ মাশরাফি আরও বলেন, ‘পেস বোলিংয়ে সাইফউদ্দিন ছাড়া বাকি সবাই বেশ অভিজ্ঞ। ২০১৫ সালে বেশিরভাগই নতুন খেলোয়াড় ছিল। তার মানে এই না যে, এবারের বিশ্বকাপে গিয়ে আমরা সেমিফাইনালে খেলে ফেলব! তবে অভিজ্ঞতাসহ সবকিছু মিলে আমরা ভালো অবস্থায় আছি।’ উল্লেখ্য, আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ।





আরো খবর