বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৩:১২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ০৯ নভেম্বর ২০১৮ ০৮:৪৩:২১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

নাতি-নাতনির চেয়ে বেড়ে যাবে দাদা-দাদির সংখ্যা

বিশ্বজুড়ে নারীদের সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে গবেষকরা জানিয়েছেন। প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের প্রায় অর্ধেক দেশে জন্মহার মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। অর্থাৎ জনসংখ্যার আকার ধরে রাখতে শিশুর সংখ্যা যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। নতুন এসব তথ্য-উপাত্তকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন গবেষকরা। হুশিয়ারি দিয়ে তারা বলেন, এর পরিণতি ভালো হবে না। কারণ ভবিষ্যতে নাতি-নাতনির চেয়ে দাদা-দাদির সংখ্যা বেড়ে যাবে। মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত নিবন্ধে এসব তথ্য পাওয়া গেছে। ১৯৫০ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিটি দেশের জন্মহার প্রবণতা বিবেচনায় নিয়ে এ গবেষণা করা হয়েছে। ১৯৫০ সালের দিকে নারীরা তাদের পুরো জীবনে গড়ে চার দশমিক সাতটি শিশু জন্ম দিতেন। কিন্তু গত বছর প্রতিটি নারী গড়ে দুই দশমিক চারটি শিশুর জন্ম দিয়েছেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যারুমনের পরিচালক অধ্যাপক কিস্টোফার মুরি বলেন, অর্ধেকেরও বেশি দেশে জন্ম দেয়ার হার কমে গেছে। জনসংখ্যার আকার ধরে রাখার জন্য যা যথেষ্ট নয়। ইউরোপ, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোতে জন্মহার মারাত্মভাবে কমে গেছে।





আরো খবর