বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল, ১৪৪৫ | ০২:১৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ ০৪:২৭:২৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন পুতিন

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বৈধতা দিয়ে সংবিধান সংশোধনের গণভোটের প্রাথমিক ফলাফলে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। রাশিয়ার সংবিধানে এক ব্যক্তির টানা দুবারের বেশি প্রেসিডেন্টের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা ছিল। তবে কখনও প্রধানমন্ত্রী আবার কখনও প্রেসিডেন্ট হিসেবে দুই দশক ধরে ক্ষমতায় থাকা পুতিন গত জানুয়ারিতে আরও দুবার প্রেসিডেন্ট পদে নির্বাচনের বিধান রেখে সংবিধান সংশোধনের খসড়ায় স্বাক্ষর করেন। ১ জুলাই গণভোট অনুষ্ঠানের কথা থাকলেও করোনার কারণে ভিড় এড়াতে এক সপ্তাহ আগে ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়। বুধবার ভোটগ্রহণ শেষে ফল প্রকাশও শুরু হয়েছে। প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা গেছে, সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা পুতিন আরও দুই মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বৈধতা পাচ্ছেন। এর মানে হচ্ছে, নির্বাচনে জিতলে চলতি মেয়াদসহ আরও ১৬ বছর ক্ষমতায় থাকতে পারবেন তিনি। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ১০ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফল গণনা করা হয়েছে। এতে দেখা গেছে, ৭০ দশমিক ৮ শতাংশ ভোটার সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন।





আরো খবর