মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল, ১৪৪৫ | ০৮:৫৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ ১১:৪৮:১৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সুইজারল্যান্ডে তুর্কি দূতাবাসে বোমা হামলা

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত তুর্কি দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। সোমবার জুরিখের তুর্কি দূতাবাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ নিয়ে গত আড়াই বছরে জুরিখের এই তুর্কি দূতাবাসে ছয় দফা হামলা হয়েছে। খবর আনাদলু ও ডেইলি সাবাহ। জুরিখে নিযুক্ত তুর্কি কনসাল আসিয়ে নূরকান ইপেকসি জানান, দুর্বৃত্তদের চালানো এ হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনটিকে লক্ষ্য করে এর আগেও হামলা হয়েছিল। সোমবার চালানো আকস্মিক এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে এ হামলায় সন্দেহভাজন হিসেবে ১৭,১৮ ও ১৯ বছর বয়সী তিন তরুণকে আটক করেছে সুইস পুলিশ। তাদের সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা। ২০১৭ সালের মে মাসে এক ধরনের সামরিক টুপি পরে কনস্যুলেট ভবনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ওই ভবন এবং তার পার্শবর্তী একটি বাস স্টপে তারা ‘কিল এরদোয়ান’ লেখা চিকা মেরে চলে যায়। ২০১৮ সালের জানুয়ারিতে কনস্যুলেটের একটি গাড়ি অগ্নিসংযোগের শিকার হয়।





আরো খবর