বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ১১:১৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ ০৭:৩৪:২৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে লড়ছেন না ইভানকা

বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলাভিষিক্ত হতে লড়বেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও তার উপদেষ্টা ইভানকা। তবে তিনি প্রার্থী বাছাইয়ে সাহায্য করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। নিজের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই সোমবার বিশ্বের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগের ঘোষণা দেন কিম। ২০১২ সালে বিশ্বব্যাংকের মার্কিন মনোনীত প্রার্থী হিসেবে প্রথম প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন কিম। বিশ্বব্যাংক বোর্ড বলছে, কে প্রধান হবেন, সেই বাছাই প্রক্রিয়া মেধাভিত্তিক ও স্বচ্ছ থাকবে। কাজেই যারা মার্কিন মনোনীত প্রার্থী না, তারা এবার বাদ যাবেন এমনটি বলা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লিখিত চুক্তি অনুসারে এ আর্থিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পর থেকে এর প্রধান কে হবেন, তা নির্ধারণ করে আসছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিশ্বব্যাংক বলছে- আগামী মাসের শুরুতে পরবর্তী প্রধান কে হবেন, সে মনোনয়নপত্র গ্রহণ করা শুরু হবে। আগামী মধ্য এপ্রিলে পরবর্তী প্রধানের নাম ঘোষণা করা হবে। বিশ্বব্যাংকের প্রার্থিতা নির্ধারণে মার্কিন মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে ইভানকার সাহায্য চেয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন ও হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা মিক মুলভানি। হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক উপপরিচালক জ্যাসিকা দিত্তো বলেন, গত দুই বছর বিশ্বব্যাংকের নেতৃবৃন্দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন ইভানকা। ২০১৭ সালে নারী উদ্যোক্তা বাড়াতে বিশ্বব্যাংকের সৌদি সমর্থিত ১০০ কোটি ডলার তহবিলের পেছনে ছিলেন ইভানকা ট্রাম্প। কিন্তু তিনি বিশ্বব্যাংকের প্রার্থী হচ্ছেন বলে যে গুঞ্জন বেরিয়েছে, তা সত্যি না বলে জানালেন জ্যাসিকা।





আরো খবর