বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০৮:৩৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৬ ডিসেম্বর ২০১৮ ০৫:০১:১৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর পাহাড়ি এলাকায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর চার আরোহীই প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার রয়টার্স এই তথ্য জানায়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এতে দুইজন চালক, একজন নার্স ও একজন ডাক্তার প্রাণ হারিয়েছেন। উদ্ধার অভিযান চলছে, কিন্তু এখনও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। আইএনইএম এর ওই হেলিকপ্টারটি স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয়ে যায়। ৭৬ বছর বয়সী এক হৃদরোগে আক্রান্ত ব্যক্তিতে হাসপাতালে নামিয়ে দিয়ে ফিরছিলো হেলিকপ্টারটি। ভালনাগো ফায়ার স্টেশনের এক মুখপাত্র জানান, হেলিক্পটারটির খোঁজে ২০০ জন উদ্ধারকারী অংশ নিয়েছেন। আইএনইএম জানায়, ব্রাগাঙ্কায় ঘাঁটিতে ফিরে যাচ্ছিলো বিমানটি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটি ভূপাতিত হয়





আরো খবর