শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৬:৪৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ ১১:৪২:০৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পবিত্র শবে বরাত ২১ এপ্রিলই

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিলই (রবিবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শেখ মোহাম্মদ আবদুল্লাহ। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী। এর আগে শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সভায় বলা হয় বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত উদযাপন হবে। এরপর দেশের আকাশে সেদিন চাঁদ দেখা গেছে এমন তথ্য প্রকাশিত হলে বিতর্ক দেখা দেয়। বিতর্কের অবসানের জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। আজ এই কমিটির সুপারিশের ভিত্তিতে আগের ঘোষণাই অর্থাৎ আগামী ২১ এপ্রিলই (রবিবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।





আরো খবর