শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ১২:২৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২৪ এপ্রিল ২০১৯ ০৭:২৮:৫৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

যুদ্ধকালীন নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জোলির

যুদ্ধকালীন নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেত্রী ও দ্বন্দ্বকালীন যৌন সহিংসতা প্রতিরোধবিষয়ক সংস্থার সহপ্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলিনা জোলি এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। জোলি ও হাইকো মাস যৌথভাবে দ্য ওয়াশিংটন পোস্টে একটি মতামতে এ আহ্বান জানান। সেখানে তারা যৌন নিপীড়নের শিকারদের প্রতি সহযোগিতার মাত্রা বাড়ানো এবং যুদ্ধে নিপীড়নকে অস্ত্র হিসেবে ব্যবহারকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তারা তাদের আহ্বানে জানিয়েছেন, সংঘাতপূর্ণ এলাকায় যৌন নিপীড়নকে এখনও বিচারের আওতায় আনা হয় না৷ এ কারণে যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তাদের ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করা হয়েছে। এসব অপরাধের সাক্ষ্যপ্রমাণ জোগাড় করতে তদারকি আরও বাড়াতে হবে৷ যারা এ ধরনের যৌন নিপীড়নের শিকার, তাদের প্রতি সহযোগিতা বাড়াতে হবে৷ যারা এসব অপরাধের শিকার হচ্ছেন তাদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার দাবি রাখেন, যেন তারা সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারেন৷ জার্মানি চাইছে এ বিষয়ে তাদের এ প্রস্তাবগুলো গৃহীত হোক৷ কিন্তু যুক্তরাষ্ট্র এসব প্রস্তাবে ভেটো দেয়ার হুমকি দিয়েছে৷ এদিকে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানায়, আনুষ্ঠানিকভাবে অপরাধ তদারকি করার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে চীন, যু্ক্তরাষ্ট্র ও রাশিয়া৷ এ ছাড়া নারীর যৌন ও মাতৃস্বাস্থ্যবিষয়ক কিছু অংশের বিবরণ ও শব্দের ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের।





আরো খবর