শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ১১:১৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ ০২:২৯:৩৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

দেশে ফিরলেন নায়ক ফেরদৌস

নানান জল্পনা-কল্পনার পর অবশেষে কলকাতা থেকে ঢাকায় পৌঁছেছেন চিত্রনায়ক ফেরদৌস। মঙ্গলবার বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৯৬ ফ্লাইটে ফেরদৌস রাত সাড়ে ১০টার দিকে দেশে ফিরেছেন। ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভারতজুড়ে আলোচনা-সমালোচনা চলছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদকে নিয়ে। ইতোমধ্যে মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে ভারতীয় ভিসা বাতিল হয়েছে তার। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান থেকে বিজি-০৯৬ ফ্লাইটে কলকাতার স্থানীয় সময় রাত ৯টায় ফেরদৌস ঢাকার পথে যাত্রা শুরু করে রাত সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ করেন। বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস সূত্রে এ খবর জানা গেছে। আরও জানা গেছে, নির্ধারিত সফর শেষে আজই ঢাকায় ফেরার কথা ছিল ফেরদৌসের। তিনি সেভাবেই রাতে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দেশে ফেরেন। উল্লেখ্য, ভারতের রায়গঞ্জের প্রার্থী কানাইয়ালালের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ফেরদৌস। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ করে বিজেপি। আর এই অভিযোগ গেছে দিল্লি পর্যন্ত। এরপর মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে ভারভীয় ভিসা বাতিল করে তাকে দেশে ফিরতে বলে বাংলাদেশ হাইকমিশনার।





আরো খবর