শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০১:২১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ ০৮:০২:২০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

হুমায়ূন আহমেদের সবচাইতে প্রিয় শিল্পী তিনি

আমার নাম শাওন। মেহের আফরোজ শাওন। কিশোরী বয়সে হুমায়ূন আহমেদ ডাকতেন ‘কুসুম’। এই লোকটা আমাকে আরও একটা নাম দিয়েছিলেন। নিজে সেই নামে কোনোদিন না ডাকলেও সে নাম দিয়ে একখানা গান লিখে ফেলেছিলেন আমার জন্য! ‘সোনার কইন্যা’!!! ১৯৯৬ সাল। জানুয়ারি মাসের ১২ তারিখ। গভীর রাতে আমার গ্রামের বাড়ি ‘নরুন্দি’র পুকুরঘাটে রুলটানা এক কাগজে এই গানখানা লিখে আমার কাছে পাঠিয়েছিলেন হুমায়ূন। “একটা ছিল সোনার কইন্যা মেঘবরণ কেশ...” তার অল্প কিছুদিন পরই সাসটেইন রেকর্ডিং স্টুডিওতে মকসুদ জামিল মিন্টুর ঘোরলাগা সুরে এই গানটিতে প্রাণ দিলেন সুবীর নন্দী। হুমায়ূন আহমেদ এর সবচাইতে প্রিয় শিল্পী তিনি। তাঁর জাদুকরী কণ্ঠে “দুই চোখে তার আহারে কি মায়া..!” শুনেই উপস্থিত সবাই শেষ! ‘আহারে’ বলবার সময় সে কি মায়া মায়া- নরম তুলোর মতো মোলায়েম কণ্ঠের ভাব! ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে গাতক মতি মিয়ার মুখে অনেকগুলো গান থাকলেও সহজ সরল গোবেচারা সুরুজ মিয়া’র এই ‘সোনার কইন্যা’ গানটি কি ইতিহাস সৃষ্টি করলো তা সে সময়কার প্রায় সবাই জানেন। গানের কোরিওগ্রাফি নিয়েও বিশাল আরেক গল্প আছে- সে গল্প আরেকদিন শোনাবো হয়তো! বাংলা গানের কিংবদন্তী সুবীর নন্দী’র গানের ডালিতে যুক্ত হয়ে গেল এই গানটি। কত লক্ষ কোটি বার এই গান তাঁকে করতে হয়েছে মঞ্চে! সুবীর নন্দী... হে কিংবদন্তী- আপনাকে আমাদের এখনো বড্ড দরকার। এই স্বার্থপর দেশটার হাতে গোনা অল্প ক’জনই যে আছে! পরম করুণাময়... কিংবদন্তীর প্রতি তোমার করুণা বর্ষণ করো... (ফেসবুক থেকে সংগৃহীত)





আরো খবর