বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৫:০৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ০৭ মে ২০১৯ ০৩:৩৪:৩৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সিলেটে এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে

ফলাফলে এবার খারাপ করেছে সিলেট শিক্ষা বোর্ড। গণিতে সৃজনশীল প্রশ্ন ব্যতিক্রম হওয়ার কারণে এমন ফলাফল হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ ফলাফল ঘোষণার সময় সাংবাদিকদের জানিয়েছেন, সাধারণ গণিত প্রশ্নপত্র আগের বছরের তুলনায় একটু কঠিন হওয়ায় সার্বিক ফলে প্রভাব পড়েছে। তাই পাসের হার অল্প বাড়লেও কমেছে জিপিএ-৫। গত বছর গণিত বিষয়ে ৭৬ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করে। এবার তা কমেছে ১ দশমিক ৪০ শতাংশ। এ বিষয়ে এবার পাস করেছে ৭৫ দশমিক ২১ শতাংশ। শিক্ষকরাও জানিয়েছেন একই কথা। তারা বলেন, গণিতের ব্যতিক্রম প্রশ্নপত্র কঠিন হওয়ার কারণে সিলেট শিক্ষা বোর্ডে ফলাফলে অবনতি হয়েছে। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষক গতকাল ফলাফল ঘোষণার পর জানিয়েছেন, গণিতের পাশাপাশি অন্যান্য বিষয়েও এবার সৃজনশীল প্রশ্নপত্র ব্যতিক্রম ছিল। এ কারণে এই ফলাফল হয়েছে। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল বাবলী পুরকায়স্থ জানিয়েছেন, গণিত এবং উচ্চতর গণিতের পরীক্ষায় কঠিন প্রশ্নপত্র হওয়ার কারণে ফলাফলে কিছুটা খারাপ হয়েছে। এতে করে অনেক শিক্ষার্থী জিপিএ-৫ বঞ্চিত হতে পারে বলে আমরা ধারণা করছি। এ ব্যাপারে আগামী দিনে শিক্ষকদের আরো সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এ বছর সিলেট শিক্ষা বোর্ডে প্রাপ্ত ফলাফলে পাসের হার ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ১ হাজার ৪২৬ এবং মেয়ের সংখ্যা ১ হাজার ৩৩১। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৫৬৭ এবং পাসের হার ৯৪ দশমিক ১৭, মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ২১৫ এবং পাসের হার ৬৩ দশমিক ৫ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৩৮৯ এবং পাসের হার ৭৭ দশমিক ২৫। এবার সিলেটের চার জেলায় শত ভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২২টি। যা ২০১৮ সালে ছিল ২৩টি। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যাও শূন্য। ক্যাডেট কলেজের সাফল্য: এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে অতীত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ‘আলোকের অভিসারী’ খ্যাত সিলেট ক্যাডেট কলেজ। এবার এসএসসি পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছে। শিক্ষা কার্যক্রমেও ক্যাডেটরা ভালো ফলাফল অর্জন করায় কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন এম মাকসুদ আলম, (ই), এনইউপি, বিসিজিএম, বিসিজিএমএস, পিএসসি, বিএন ক্যাডেট, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অধ্যক্ষ বলেন, ‘সিলেট ক্যাডেট কলেজের এই সাফল্য সিলেটবাসীকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে। ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্যদিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানব সম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে।’ কমেছে জিপিএ-৫: সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। প্রাপ্ত ফলাফলে এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ১ হাজার ৪২৬ এবং মেয়ের সংখ্যা ১৩৩১। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ এবং জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৩১৯১। ২২ স্কুলে শতভাগ পাস: সিলেট বোর্ডে এবারের পরীক্ষায় ৮৯৬টি স্কুল অংশগ্রহণ করে। এর মধ্যে ২২টি স্কুলের পাসের হার শতভাগ। অর্থাৎ এসব স্কুলের সব পরীক্ষার্থী পাস করেছে। সিলেট বোর্ডে এবার ১ লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ১০৫ জন ও ছাত্রী ৬৪ হাজার ৬৬ জন। এর মধ্যে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন। এ বছর বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৫৬৭ এবং পাসের হার ৯৪ দশমিক ১৭, মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ২১৫ এবং পাসের হার ৬৩ দশমিক ০৫ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৩৮৯ এবং পাসের হার ৭৭ দশমিক ২৫।





আরো খবর