শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ১২:৩২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ ০৯:০২:৪৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

কুয়েতে সড়কে প্রাণ হারালেন বাংলাদেশি

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. একরামুল খান (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি শ্রমিক। সোমবার কুয়েতের আহমেদি মিনা আবদুল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একরামুল নড়াইল সদরের চণ্ডিবরপুর ইউনিয়নের গন্ধবখালীর আবদুর রহমান খানের ছেলে। নিহতের প্রতিবেশী কুয়েত প্রবাসী সাহেব শেখ জানান, নতুন ভিসায় এক বছর হলো সাত লাখ টাকা খরচ করে কুয়েতের ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিয়েছিলেন একরামুলসহ চারজন। কোম্পানির সঙ্গে চুক্তিতে রাস্তার পাশে ফুলগাছের পরিচর্চার কাজ করছিলেন তারা। সোমবার কাজের ফাঁকে চারজন মিলে রাস্তার পাশে বসে সকালের নাস্তা করার সময় বেপরোয়া দ্রুতগতির একটি ওয়ানএইট গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একরামুল মারা যান এবং আহত হন তিনজন। আহতদের গুরুতর অবস্থায় ফরওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। দেশে একরামুলের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। কোম্পানির সঙ্গে আলাপ করে আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। বর্তমানে মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।





আরো খবর