শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০২:০০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ ০৪:১৭:২৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

হরতাল সমর্থকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার: বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী তিনটি বামপন্থী দলের অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়র প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ()জাবি প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ^বিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের প্রান্তিক গেট এলাকায় টায়ার জ¦ালিয়ে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কের দু’পাশে হাজার হাজার গাড়ি আটকা পড়ে। স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন। পরে আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, সরকার গায়ের জোরে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর সাথে সাথে বাড়িভাড়া, পানির দামসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের দাম বাড়বে। এতে চরম বিপাকে পড়বে জনগণ। জনগণের ওপর এই চরম আঘাত মেনে নেয়া যায় না। এদিকে হরতালে যেকোনো নাশকতা এড়াতে সাভার ও আশুলিয়ায় মহাসড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।





আরো খবর