বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫০

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন

সোস্যাল ইসলামী ব্যাংকের আরও ৭ পরিচালকের পদত্যাগ

ঢাকা: বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংকের সাত পরিচালক পদত্যাগ করেছেন। তাদের মধ্যে চারজন স্বতন্ত্র ও তিনজন শেয়ারধারী পরিচালক। চারজন স্বতন্ত্র পরিচালক হলেন মো. আবদুর রহমান, আবদুল মহিত, এএফএম আসাদুজ্জামান ও মইনুল হাসান। বাকিদের নাম এখনো জানা যায়নি। সূত্র বলছে, সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ করেন তারা। ওই সভায় নতুন করে আরও নয়জন পরিচালক নিয়োগ দেয়া হয়। নিয়োগ পাওয়াদের মধ্যে সাতজন স্বতন্ত্র ও দুজন শেয়ারধারী পরিচালক। ব্যাংকটির নতুন চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। নতুন নয় পরিচালককে নিয়োগ দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের মাধ্যমে ইসলামী ব্যাংকের পর এই ব্যাংকটিও এস আলম গ্রুপের মালিকানায় আসে। ব্যাংকটির চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হঠাৎ পদত্যাগ করতে হয়। ওইদিন বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয়। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এস আলম গ্রুপের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলীকে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com