শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৩

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০১৭ ০১:৩৭:৪৭ অপরাহ্ন

আইসিসির টেস্ট অলরাউন্ডার তালিকার শীর্ষেই সাকিব

আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান শীর্ষেই রয়েছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক দুই ধাপ এগিয়ে দুইয়ে ওঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দিল্লি ফিরোজ শাহ কোটলায় ২৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে করেন ৫০ রান। সিরিজে সর্বোচ্চ ৬১০ রান করা কোহলি হাতেনাতেই পুরস্কার পেলেন। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট যথারীতি ৪৩৮। দিল্লি টেস্ট থেকে ১ রেটিং পাওয়ায় দুই নম্বরে থাকা জাদেজার পয়েন্ট ৪১৫। রবিচন্দ্রন অশ্বিন (৩৬৯) একধাপ পিছিয়ে চারে নেমে গেছেন। বেন স্টোকস (৩৮০) একধাপ এগিয়ে ওঠে এসেছেন তিনে। র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন কোহলি। সিরিজে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য উপহার দিয়ে একে একে জো রুট, কেন উইলিয়ামসন, চেতেশ্বর পূজারা ও ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে দুইয়ে ওঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। সর্বোচ্চ ৯৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের চূড়ায় রয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। ৮৯৩ পয়েন্ট নিয়ে কোহলি দুইয়ে। রুট (৮৭৯), পূজারা (৮৭৩) ও উইলিয়ামসন (৮৬৫) রয়েছেন শীর্ষ পাঁচে। ওয়ার্নার (৮১৫), হাশিম আমলা (৭৯৫), আজহার আলি (৭৫৫), দিনেশ চান্দিমাল (৭৪৩) এবং ডিন এলগার (৭৩২) রয়েছেন শীর্ষ দশে। পূজারা দুই নম্বর থেকে চার নম্বরে নেমে গেছে। আট ধাপ এগিয়ে চান্দিমাল নয় নম্বরে ওঠে এসেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন জেমস অ্যান্ডারসন। শীর্ষ তিনে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করেছেন ক্যাগিসো রাবাদা ও রবীন্দ্র জাদেজা। জাদেজা তিনে নেমে গেছেন। অশ্বিন চার নম্বরেই রয়েছেন। জস হ্যাজলউড ছয় নম্বরেই রয়েছেন। নাথান লায়ন দুই ধাপ পিছিয়ে নয়ে নেমে গেছেন। ডেল স্টেইনের অবস্থান দশেই। নেইল ওয়াগনার দুই ধাপ এগিয়ে সাতে ওঠে এসেছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com