বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১২

প্রকাশিতঃ রোববার, ১২ নভেম্বর ২০১৭ ০৩:১৭:২৭ অপরাহ্ন

রাজশাহীকে হারিয়ে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ঢাকা: রাজশাহীকে হারিয়ে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১১৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ১৫ ওভার এক বলে লক্ষ্যে পৌঁছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মোহাম্মদ নবী প্রতিপক্ষ রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এতে ১১৫ রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস। দলে নেই ড্যারেন স্যামি। দলের প্রধান ব্যাটসম্যান লেন্ডল সিমন্সও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। দলের অন্যতম দুই তারকাকে হারিয়ে বিবর্ণ হয়ে পড়ে রাজশাহী কিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২০ ওভারে মাত্র ১১৫ রানই করে মুশফিকুর রহিমের দল। ব্যাটিং করতে নেমে দলীয় ২৩ রানে মুমিনুলকে হারায় রাজশাহী। এরপর রনি তালুকদার ফিরে যান কোনো রান না করেই। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম ও লেন্ডল সিমন্স মিলে ইনিংসটাকে মেরামতের চেষ্টা করছিলেন। তবে দলীয় ৬৪ রানে ফিরে যান মুশি। ১৬ রান করেন তিনি। পরের ওভারে ৪০ রান করা সিমন্স ইনজুরির কারণে মাঠ ছাড়লে বিপদ বাড়ে রাজশাহীর। দলের বাকি ব্যাটসম্যানরা রানের চাকা সচল রাখতে না পারায় শেষ পর্যন্ত সাত উইকেটে ১১৫ রানে শেষ হয় রাজশাহীর ইনিংস। দ্বিতীয় সবোর্চ্চ ২৫ রান করেছেন ফরহাদ রেজা। কুমিল্লার মোহাম্মদ নবী চার ওভারে ১৫ রানে নেন তিন উইকেট। সবচেয়ে কিপটে ছিলেন রশীদ খান। চার ওভারে মাত্র সাত রান দিয়ে দুই উইকেট নেন এই লেগ স্পিনার। বিপিএলে খুব একটা ভালো অবস্থায় নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। এর আগে তিন ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ড্যারেন স্যামি-মুশফিকের দল। অপরদিকে দুই ম্যাচে কুমিল্লার জয়ও একটিতে। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করতে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দল দুটি। অবশেষে কুমিল্লাই ম্যাচটি জিতে নেয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মোহাম্মদ নবী ও রশীদ খান। রাজশাহী কিংস একাদশ : লুক রাইট, জেমস ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, ফরহাদ রেজা, রনি তালুকদার, নিহাদ উজ জামান ও কেসরিক উইলিয়ামস।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com