শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩২

প্রকাশিতঃ রোববার, ১২ নভেম্বর ২০১৭ ১১:৫৮:২১ পূর্বাহ্ন

আপনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না: শেখ হাসিনাকে খালেদা জিয়া

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আপনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে। খালেদা জিয়া বলেন, শেক হাসিনার অধীনে অতীতে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার চিত্র দেশের মানুষের জানা রয়েছে। আওয়ামী লীগের অধীনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন. পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনগুলোও সুষ্ঠু হয়নি। ফলে এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না তা দেশেবাসী আগে থেকেই জানেন। খালেদা জিয়া বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপি চেয়ারপারসন বলেন, আজকের এই জনসভায় আসতে আমাকেও পথে বাধা দেয়া হয়েছে, যাতে আমি জনসভায় উপস্থিত হতে না পারি। রাজধানীতে গাড়ি বন্ধ করে দিয়েছে সরকার, যাতে মানুষ জনসভায় আসতে না পারে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে সবচেয়ে বেশি ভয় পায়। এ জন্য বিএনপি, যুবদল ও ছাত্রদলের ছেলেদেরকে প্রতিনিয়ত সরকার জেলে পুরছে। তিনি বলেন, বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, এসম খালেদা জিয়া বলেন আগামী নির্বাচনে কোনো ইভিএম চলবে না। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে আসতে সরকার বাধা দিয়েছে। বিএনপির সমাবেশে লোক আসতে বাধা দিয়ে সরকার ছোট মনের পরিচয় দিয়েছে। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রে মত-পথের পার্থক্য থাকবে। তবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রসঙ্গত, প্রায় দেড় বছর পর রাজধানীতে বিএনপি এত বড় পরিসরে সমাবেশ করেছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com