শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১৯

প্রকাশিতঃ বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২৮:১০ পূর্বাহ্ন

নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত, কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ প্রধান নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। নদ-নদীর অববাহিকায় ২৫টি ইউনিয়নের শতাধিক চরগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে চার হাজার পরিবারের ২০ হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলার পানি অপরিবর্তিত থাকলেও ব্রহ্মপুত্রে ২৫ সেন্টিমিটার, দুধকুমারে ৩৭ সেন্টিমিটার এবং তিস্তায় ছয় সেন্টিমিটার পানি বেড়েছে। ধরলা নদীর পানি বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। নদ-নদী অববাহিকার ২৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই গবাদি পশুসহ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। এসব এলাকার এক হাজার হেক্টর জমির আমন ক্ষেতসহ অন্য ফসল পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ার সাথে সাথে সদর উপজেলার সারোডাব, ভোগডাঙা, উলিপুরের থেতরাই, ফুলবাড়ীর শিমুলবাড়ি, চিলমারীর জোড়গাছসহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত ২৪ ঘণ্টায় গৃহহীন হয়ে পড়েছে এসব এলাকার ৪০টি পরিবার।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com