শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৫

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮ ০২:১০:৪৫ অপরাহ্ন

পাকিস্তানে প্রথম হিন্দু নারী এমপি হতে পারেন কৃষ্ণা

পাকিস্তানের ইতিহাসে প্রথম কোনো হিন্দু নারী এমপি (সাংসদ) হতে পারেন ৩৯ বছর বয়সী কৃষ্ণা কুমারী। পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি) আগামী নির্বাচনে তাকে প্রার্থী করেছে। তিনি নির্বাচনে জিতে গেলে প্রথম হিন্দু নারী সংসদে পদে আসীন হবেন৷ পাকিস্তানে এর আগে বেশ কয়েকজন হিন্দু দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন৷ স্বাধীন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল৷ পরে পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন রানা ভগবান দাস৷ এছাড়া আরো অনেকেই হিন্দু পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন। পাকিস্তানে সাধারণত অভিজাত ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়৷ কিন্তু এই প্রথম পাকিস্তানের এক সংখ্যালঘু দরিদ্র নারীকে নির্বাচনে লড়ার টিকিট দেয়া হয়েছে৷ কৃষ্ণা কুমারী জানিয়েছেন, তার চিন্তাভাবনার বাইরে ছিল সমগ্র বিষয়টি৷ এর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর প্রতি কৃতজ্ঞতাও প্রদর্শন করেন তিনি৷ সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্যই তিনি কাজ করবেন বলে জানান৷ ১৯৭৯ সালে পাকিস্তানের সিদ্ধু প্রদেশে জন্মগ্রহণ করেন কৃষ্ণা৷ তিনি এবং তার ভাই পিপিপির সঙ্গে যুক্ত৷ তবে বিয়ের পরেও তিনি তার পড়াশোনা চালিয়ে যান এবং ২০১৩ সালে তিনি সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com