বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৯

প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮ ০৫:০৫:৪৬ অপরাহ্ন

প্রেসক্লাব নয়, বিএনপির অবস্থান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে অবস্থান কর্মসূচির স্থান প্রথমে জাতীয় প্রেস ক্লাব নির্ধারণ করলেও পরে তা পরিবর্তন করেছে বিএনপি। মঙ্গলবারের এই কর্মসূচি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে হবে বলে সোমবার রাতে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, “মহানগর পুলিশ বিএনপিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটটিউশন মিলনায়তনে অবস্থান কর্মসূচি করার অনুমতি দিয়েছে। সেজন্য আমরা জাতীয় প্রেস ক্লাবের পরিবর্তে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি করব।” ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে মানববন্ধনের পর বিকালে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, “মানববন্ধনের মতো কালকে (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের সামনেই আমাদের অবস্থান কর্মসূচি হবে।” সারাদেশের জন্যই এই কর্মসূচি দিয়েছে বিএনপি। জেলায় অবস্থান কর্মসূচির স্থান জেলা বিএনপির নেতারাই ঠিক করবেন। মানববন্ধন, অবস্থানের পর বুধবার অনশন কর্মসূচি রয়েছে বিএনপির। এরপরও কর্মসূচি রাখার ইঙ্গিত দিয়ে রিজভী সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরব না।” বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশ কেন হামলা ও গ্রেপ্তার করেছে, সেই প্রশ্ন তোলেন রিজভী। রোববার সকালের মানববন্ধন কর্মসূচির পর মৎস্য ভবনের কাছ থেকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করা হয়। এর নিন্দা জানিয়ে রিজভী বলেন, “গত রাত থেকে এই পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৮৫ জনের বেশি নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ৩০ জানুয়ারি থেকে এই পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪ ০০ জনের অধিক।”
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com