বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৬

প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:২৩:১৭ অপরাহ্ন

খালেদা জিয়াকে সাজার প্রতিবাদ ও মুক্তির দাবিতে দেশজুড়ে মানববন্ধন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে সোমবার দেশজুড়ে মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মীরা। তাঁরা অবিলম্বে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে শীর্ষনিউজের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিম্নে তুলে ধরা হলো- খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল সড়কের সরকার মার্কেটে এলাকায় মিছিল বের হয়। মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবদলসহ অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছয়তলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি সরকার মার্কেট পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাঁকে মুক্তি না দিলে ঢাকার উত্তর প্রবেশদ্বার বন্ধ করে অচল করে দেওয়া হবে। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি আগামী সব কর্মসূচিতে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি নাজিম উদ্দিন ভিপি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাপদক রেজাউল কবির পল, রাশেদুল আহসান রাসেদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবদুর রহমান বাবুলসহ অন্যরা। চট্টগ্রাম: সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান শামীম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, উত্তর জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম বক্তব্য দেন। সমাবেশে বক্তারা, খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দেন। বক্তারা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন। কর্মসূচি চলাকালে কাজীর দেউরি এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়। সিলেট: বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন। এর আগে নগরীর বন্দর বাজারে পৃথক আরেকটি মানববন্ধন করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল। মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা জিয়াকে দুর্নীতির যে অভিযোগে সাজা দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন। সাবেক প্রধানমন্ত্রী হয়েও কারাগারে তিনি মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে সিলেট থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিএনপি নেতারা। খালেদা জিয়া মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখারও ঘোষণা দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, ডা. শাহরীয়ার হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী, কামরুল হুদা জায়গীরদার, আবদুল আহাদ খান জামাল, শাহজামাল নূরুল হুদা, এ কে এম তারেক কালাম, নজিবুর রহমান নজিব, কামরুল হাসান শাহীন, মহিলাদলের কেন্দ্রীয় নেত্রী সামিয়া চৌধুরী, ছাত্রদল নেতা আজিুজল হোসেন আজিজ, এখলাছুর রহমান মুন্না, লিটন আহমদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক। খুলনা: আজ সকাল ১০টা থেকে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে পৃথক পৃথকভাবে মানববন্ধন করে খুলনা মহানগর ও জেলা বিএনপি। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, ফখরুল আলম, যুবদল সভাপতি নজমুল হুদা সাগর প্রমুখ। একই স্থানে সকালে জেলা বিএনপি ও দুপুরে মহানগর বিএনপির অপর একটি অংশের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হয়। মুন্সীগঞ্জ: জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো আজ বেলা ১১টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি আতাউর হোসেন বাবুল, সহসভাপতি রিপন মল্লিক, শহর বিএনপির সভাপতি একে এম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহীদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, টঙ্গিবাড়ী বিএনপির সভাপতি মনির ইসলাম পল্টন, জেলা যুবদলের সভাপতি তারেক কাশেম খান মুকুল, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল আজিজ স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল প্রমুখ। নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার বিএনপি। সকালে আড়াইহাজারের মোল্লার চর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান। আড়াইহাজার উপজেলা বিএনপি আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি লুৎফর রহমান, ছাত্রদল নেতা আপেল আহমেদ ও মো. কাজলসহ অন্যরা। মেহেরপুর: সকাল ৯টার দিকে শহরের বোসপাড়া দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। জয়পুরহাট: বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বিএনপি নেতা-ফয়সল আলিম, মমতাজ উদ্দিন মণ্ডল, ফজলুর রহমান, অধ্যক্ষ সামছুল হক প্রমুখ। সুনামগঞ্জ: দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যলয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সহসভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন প্রমুখ। পাবনা: বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ অ্যাডভোকেট মোকাদ্দেছ আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবর রহমান লেবু, সহসভাপতি গাজী আজিজুর রহমান দুলাল। চাঁপাইনবাবগঞ্জ: সকালে জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করে সদর উপজেলা ও পৌর বিএনপি। প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেন্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা ফারুক হোসেন, মিম ফজলে আজিম। সমাবেশে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কঠোর সমালোচনা করে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। কিশোরগঞ্জ: আজ দুপুর ১২টায় জেলা শহরের ঈশা খাঁ রোডের রথখোলা এলাকায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সহসভাপতি মো. আমীরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তিসহ তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারে দাবি জানান। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেয়। এ ছাড়া একই দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আদালতপাড়ায় মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। বাগেরহাট: শহরের সরুই এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আজ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জাহিদুল ইসলাম শান্ত, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী প্রমুখ। গাইবান্ধা: গাইবান্ধায় পুলিশের বাধা উপেক্ষা করে মানববন্ধন করে জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ডা. মো. মইনুল হাসান সাদিক, কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মাগুরা: খালেদা জিয়া, তারেক রহমান এবং মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালকে কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে মাগুরার মহম্মদপুর থানা বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ দুপুর আড়াইটার দিকে মাগুরা মহম্মদপুর থানা সদরের কলেজ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল ইসলাম সাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান আক্তার। মানববন্ধনে শত শত নেতাকর্মী অংশ নেন। গাজীপুর: সকালে গাজীপুর মহানগর বিএনপির ব্যানারে নগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় মানববন্ধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পপতি সোহরাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা হুমায়ূন কবীর রাজু, ছাত্রদল নেতা জিয়াউল হাসান স্বপন, যুবদল নেতা জাহাঙ্গীর হাজারী প্রমুখ। এ ছাড়া চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইদুল আলম বাবুলের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা বিএনপির সহসভাপতি কুতুবুল আলম, সাখাওয়াত হোসেন সেলিম, মনিরুজ্জামান খান লাবলু, ছাত্রদল নেতা নাসির উদ্দিন, বেলায়েত হোসেন মোড়লসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ফরিদপুর: দুপুরে শহরের নিউমার্কেটের এক নম্বর গেটের সামনের মুজিব সড়কে আধা ঘণ্টা মানববন্ধন করে জেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট হাবিুবর রহমান হাফিজ প্রমুখ। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যদিকে জেলার সদরপুর উপজেলা যুবদলের উদ্যোগে ডাকা মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় হয়নি। বেলা ১১টায় সদরপুর কলেজ মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। এ সময় পুলিশ তাদের বাধা দিয়ে মানববন্ধন পণ্ড করে দেয়। ময়মনসিংহ: ময়মনসিংহে সাত মিনিটের বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার ইউনিট। আজ দুপুর ২টা থেকে ২টা ৭ মিনিট পর্যন্ত ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য দেন সিনিয়র আইনজীবী আনোয়ারুল আজিজ টুটুল, এম এ হান্নান খান, মীর মিজানুর রহমান প্রমুখ। পরে তড়িঘড়ি করে সমাবেশের ব্যানার গুটিয়ে নেন অংশগ্রহণকারীরা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com