শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩১

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০১৭ ১০:৩৯:৪৬ পূর্বাহ্ন

৫৭ ধারা যেন অন্যরূপে ফিরে না আসে: টিআইবি

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘৫৭ ধারা বাতিল করা হবে। সেটা যেন বাস্তবেই বাতিল করা হয়। কৌশলে অন্য কোনো রূপে যেন এর বহিঃপ্রকাশ না ঘটে।’ বৃহস্পতিবার অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক সংলাপ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। টিআইবির কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।’ তিনি আরো বলেন, ‘দুর্নীতি কমানোর জন্য অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজন।’ দুর্নীতি না কমলে সরকারের প্রধান লক্ষ্য দারিদ্র্য কমবে না বলেও জানান গওহর রিজভী। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এ বছর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নয়জন সাংবাদিক ও ফটোসাংবাদিককে পুরস্কৃত করে টিআইবি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com