শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১৯

প্রকাশিতঃ বুধবার, ০৬ ডিসেম্বর ২০১৭ ০৫:৩৫:১০ অপরাহ্ন

বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ৭ শতাধিক যাত্রীকে অর্থদণ্ড

গাজীপুর: বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে গাজীপুরে সাত শতাধিক যাত্রীকে অর্থ দণ্ড করেছে রেল কর্তৃপক্ষ। ৬ ডিসেমম্বর বুধবার দিনব্যাপী জয়দেবপুর জংশন দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্রেন থামিয়ে ব্লক চেক দেয়া হয়। রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) সরদার শাহাদাত আলী শীর্ষ নিউজকে জানান, বিনা টিকেটে ভ্রমণে দায়ে ৭০৩ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ এক লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, রাজস্ব এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী জয়দেবপুর জংশনে চলাচলকারী নীলসাগর, তিস্তা, একতা, রংপুর, ব্রহ্মপুত্র, সিল্কসিটি, যমুনা, হাওড় এক্সপ্রেসসহ ১৪টি ট্রেনে এ অভিযান চালানো হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com