বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২২

প্রকাশিতঃ মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০১৭ ০৪:০৮:৩৬ পূর্বাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে আজ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশন

রোহিঙ্গা সংকট নিয়ে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে আজ মঙ্গলবার বিশেষ অধিবেশন আহ্বান করেছে বাংলাদেশ। এতে রোহিঙ্গা সংকট নিরসনের লক্ষ্যে একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণের লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বাংলাদেশ, চীন ও ভারতসহ ৪৭ দেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য। এই কাউন্সিলের বিশেষ অধিবেশন ডাকার জন্য এক-তৃতীয়াংশ অর্থাৎ ১৬টির বেশি দেশের সমর্থন প্রয়োজন। তবে কাউন্সিলের ৩০টির বেশি দেশ বাংলাদেশের প্রস্তাবের কো-স্পন্সর হওয়ায় অধিবেশন ডাকা এবং প্রস্তাব পাস করাতে কোনো সমস্যা নেই। ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার আগেই নেয়া হয়েছিল। এখন চুক্তি সই হয়ে যাওয়ায় প্রস্তাবের ভাষায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com