বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫১

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭ ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন

শেখ হাসিনা সেনানিবাস’সহ ১০ প্রকল্প একনেকে অনুমোদন

ঢাকা: বরিশালে ‘শেখ হাসিনা সেনানিবাস’ প্রকল্পসহ ১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বরিশাল ও পটুয়াখালী জেলার পায়রা নদীর কাছে লেবুখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তৈরি নতুন এ সেনানিবাস দেশের ৩১তম সেনানিবাস হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৬৯৯ কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রী জানান, এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩ হাজার ৩৩৩ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৩১৮ কোটি ৩৯ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি ২৭ লাখ টাকা ব্যয় করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপরসন শেখ হাসিনা। একনেক বৈঠকে অনুমোদন পাওয়ায় চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com