শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৯

প্রকাশিতঃ সোমবার, ০৬ নভেম্বর ২০১৭ ১২:৫২:৪৮ অপরাহ্ন

মালয়েশিয়ায় বন্যায় বাংলাদেশিসহ সাতজনের মৃত্যু

মালয়েশিয়ার পেনাং প্রদেশে টানা বৃষ্টিতে সৃষ্টি বন্যায় এক বাংলাদেশিসহ ৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরও এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। মৃত ও নিখোঁজ বাংলাদেশির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রদেশটির সেবারাং পেরাই উতারা এলাকায় ওই বাংলাদেশির নিহত হওয়ার ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ কমিশনার নুজাইনি মোহাম্মদ নূরের বরাত দিয়ে স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে। পুলিশ কমিশনার নুজাইনি জানান, প্রচণ্ড ঝড়ে একটি গাছ উপড়ে পাশেই থাকা কাঠের তৈরি বাড়ির উপর পড়ে। এতে বাড়িটি ধসে পড়ে এবং তার ভেতর থেকে অজ্ঞাতনামা ওই বাংলাদেশের লাশ উদ্ধার করা হয়। শনিবার দুপুর ২টা থেকে অব্যাহত বৃষ্টিতে পেনাং শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে বলেও দেশটির সংবাদ সংস্থা বারনামাকে জানায় কর্তৃপক্ষ। নিখোঁজ ব্যক্তির খোঁজে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। পেনাং প্রদেশের মুখ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত চারটি জেলার দেড় হাজারেরও বেশি মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com