বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:২৭

প্রকাশিতঃ রোববার, ১২ নভেম্বর ২০১৭ ০৫:৪০:২৯ পূর্বাহ্ন

চুনারুঘাটের অপহৃত দুই মাদ্রাসা ছাত্র সিলেটে উদ্ধার

চুনারুঘাট, (হবিগঞ্জ): শায়েস্তাগঞ্জের করিমপুর ক্বেরাতিয়া নুরানিয়া মাদ্রাসার অপহৃত শিশু রাফি (১২) ও সজিব (১১) কে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের সিলেট কোতোয়ালি ভিক্টিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে। জানা যায়, শনিবার (১১ নভেম্বর) দুপুরে মাদ্রাসার সামনের রাস্তা থেকে তাদের অপহরণ করা হয়। দুই ছাত্র হচ্ছে চুনারুঘাট উপজেলার জুয়ার লালচান গ্রামের আলফু মিয়ার ছেলে রাফি আহমদ ও একই গ্রামের শাহ আলমের পুত্র সজিব, এরা করিমপুর মাদ্রাসায় লেখাপড়া করে। শনিবার দুপুরে মাদ্রাসার সামনে সড়কের পাশে একটি কালো মাইক্রোবাস থেকে এক মহিলা তাদের ডেকে নিয়ে জোরপূর্বক গাড়িতে তোলে। পরে তারা গাড়িতে অচেতন হয়ে পড়ে। বিকেলে সিলেট শহরের ক্বিনব্রিজ এলাকায় তাদের নামিয়ে রিকশাযোগে তাদেরকে শাহজালাল মাজারে নিয়ে আসা হয়। এসময় অপহরণকারী চক্র মাজার প্রাঙ্গণ থেকে সটকে পড়ে। তাদের ক্রন্দনরত অবস্থায় জিন্দাবাজারের দোকান কর্মচারী মাহবুবুর রহমান হাসান ও শামীম সন্ধ্যায় এদের উদ্ধার করে মাজার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। উদ্ধার হওয়া রাফি তার পিতার সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যবৃন্দ রাতেই সিলেট যান। শাহজালাল মাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিক অপহৃতা রাফি ও সজিবকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করেছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com