বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২৫

প্রকাশিতঃ বুধবার, ২৫ জুলাই ২০১৮ ০১:৫৮:৪৩ পূর্বাহ্ন

ফাইভ-জির পরীক্ষামূলক প্রদর্শনী বুধবার

ফোর-জি সেবা চালুর পর এবার ফাইভ-জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করতে যাচ্ছে মোবাইল অপারেটর, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জনিয়েছেন। মঙ্গলবার বিকেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে লিখেছেন, ‘এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি। কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪-জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েক মাস আগে ৪-জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।’ তিনি আরো লিখেন, ‘আগামীকাল সকালে আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো। চোখ রাখুন।’ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বলেন, রাজধানীর একটি হোটেলে মোবাইল ফোন অপারেটর রবি, প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াউয়ে এবং বিটিআরসি যৌথভাবে এ আয়োজন করতে যাচ্ছে। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ফোর-জি বা চতুর্থ প্রজন্মের মোবাইল-ইন্টারনেট সেবার লাইসেন্স গ্রহণের পর গ্রামীণফোন, বাংলালিংক, রবি এই সেবা চালু করেছে। তবে লাইসেন্স গ্রহণ করলেও রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক এখনও চালু করেনি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com