বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৪

প্রকাশিতঃ রোববার, ১১ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:০২:৫৫ পূর্বাহ্ন

হংকংয়ে বাস উল্টে নিহত ১৯

হংকংয়ে একটি দ্রুতগামী ডাবল ডেকার বাস উল্টে অন্তত ১৯ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার এই ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে হংকংয়ের সবচেয়ে শোচনীয় সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতিতে বাস চালিয়ে দুর্ঘটনার দায়ে পুলিশ চালককে আটক করেছে।-খবর চ্যানেল নিউজ এশিয়া টেলিভিশন ফুটেজে দেখা গেছে, তাই পো শহরের কাছে একটি প্রধান সড়কের পাশে বাসটির ক্ষতিগ্রস্ত অবশেষ উল্টে পড়ে আছে। ভেতরে আটকা পড়া যাত্রীদের বের করতে বাসটির ছাদ কেটে ফেলেছেন দমকল কর্মীরা। হংকং সরকার জানিয়েছে, ১৪ জন পুরুষ ও চার নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছেন। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এক বয়োবৃদ্ধ জানিয়েছেন, দুর্ঘটনার সময় চালক খুব দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন, এমনকি মোড়ও ঘুরছিলেন ওই গতিতে। বাসটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কাউলুন মোটর বাস কোম্পানির নির্বাহী সো জানিয়েছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৮০ হাজার হংকং ডলার করে আর্থিক সহায়তা দেয়া হবে। দমকল বিভাগের কর্মকর্তা চ্যান হিং ইউ বলেন, নিহত ও আহতের অধিকাংশ বাসের উপরের ডেকে ছিলেন। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেন, বেপরোয়া গতিতে সড়কের ঢালে নামতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দুর্ঘটনার পর চালককে শান্ত ও স্থির দেখা গেছে। তার ভেতরে কোনো ভাবান্তর ছিল না।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com