বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:২০

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:১৬:৩০ পূর্বাহ্ন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির বিক্ষোভ-ভাঙচুর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ ও ভাঙচুর করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে বিএনপির শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হন। তারা স্লোগান দেন- 'আমার মায়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার নেত্রী বন্দী হতে দেব না'। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, 'আমরা শানি্তপূর্ণভাবে বিক্ষোভ ও স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তখন হাইকমিশনের কর্মকর্তারা তা নিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু মানুষ ভিতরে ঢুকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি খুলে নিয়ে ভাঙচুর করে। স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য সভাপতি নাসির আহমদকে সেখান থেকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।' দূতাবাসের এক কমর্কতা বলেন, 'বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি স্বয়ং মানুষ নিয়ে ভেতরে ঢোকেন। হাইকমিশনের একজন কমর্চারীকে মারধরও করেন।' মালেক বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিটের সামনে রায়ের প্রতিবাদ জানাবেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com